নিজস্ব প্রতিবেদক (মোঃ মোরসালিন), গৌরীপুর (ময়মনসিংহ): দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও আলোচিত দিন ৭ নভেম্বর—জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিনটি উপলক্ষে সারাদেশের মতোই ময়মনসিংহের গৌরীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার শ্যামগঞ্জ বাজারে বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৪৭ ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ধানের শীষের মনোনয়ন পাওয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের নির্দেশনায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বাবুল ও আব্দুস সোবাহান সুলতানের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিলটি শ্যামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে পরিণত হয়। এ সময় নেতাকর্মীরা ‘গণতন্ত্রের প্রতীক ধানের শীষের বিজয় হোক’, ‘তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি’সহ বিভিন্ন শ্লোগানে এলাকা মুখর করে তোলেন।
সমাবেশে বক্তারা বলেন, “দল যাকে মনোনয়ন দিয়েছে, আমরা তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব। ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে মাঠে নামতে হবে।” তারা আরও বলেন, “৭ নভেম্বরের চেতনাই আমাদের নতুন করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা দেয়।”
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিবসটি উপলক্ষে এক বাণীতে বলেন, “৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন। ছাত্র, জনতা ও সৈনিকদের আত্মত্যাগের মাধ্যমে জাতি মুক্তি পেয়েছিল ফ্যাসিবাদী শক্তির কবল থেকে। আজও গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারে সেই চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে।”
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিক ও জনতার অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান মুক্ত হন এবং পরবর্তীতে রাষ্ট্রক্ষমতায় আসেন। দিনটিকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে।
শ্যামগঞ্জের এ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয়ের জন্য সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান

0 মন্তব্যসমূহ